E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

২০১৭ এপ্রিল ১৫ ১৭:৩১:১৫
লোহাগড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গৃহবধূর স্বামীর বাড়ি নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে তার মৃত হয়।

পারিবারিক সূত্র জানায়, নিহত গৃহবধূর নাম ঝর্না বেগম (৩০)। তিনি উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের শরুসোনা গ্রামের জাফর ভূইয়ার মেয়ে। এক বছর আগে হলদাহ গ্রামের মুন্নু মোল্লার (৪৬) সঙ্গে তার বিয়ে হয়।

নিহত গৃহবধূর ছোট ভাই মো. রানা বলেন, এর আগে মুন্নু মোল্লার আরো চারজন স্ত্রী ছিল। বোনের বিয়ের সময়ে তা আমাদের জানা ছিল না। বোনের বিয়ের পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। এর জের ধরেই তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রথমে আমাদের কাছে ফোন করে মুন্নু মোল্লা বলেছেন স্ট্রোক করে মারা গেছেন। পরে আবার ফোন করে বলেছেন গুল খেয়ে মারা গেছেন। তাঁর পেটে ও হাতে আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করব।

নলদী পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান জানান, এ ব্যাপারে লোহাগড়া থানায় অপমৃত মামলা হয়েছে। তাঁর স্বামী মৃত্যু নিয়ে দুই ধরণের কথা বলেছে বলে সন্দেহ হয়েছে। তবে গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন,ময়না তদন্তের রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এএস/এপ্রিল ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test