E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

২০১৪ জুন ২১ ১৭:১৬:৩৪
মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বাগেরহাট প্রতিনিধি : উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বজ্রপাতের কারণে শনিবারও মংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। লঘুচাপের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ও অবিবারম বৃষ্টিপাতে শহর-শহরতলীর নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিন মজুরেরা। এদিকে দূর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে বন্দর ব্যবসায়ীরা। এছাড়া সাগর উত্তাল থাকায় সাগর-নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানায় বনবিভাগ।
(একে/এএস/জুন ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test