E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলে হাওরবাসীর সহায়তায় উন্মুক্ত কনসার্ট

২০১৭ মে ০৭ ১৫:৫৫:৪৩
টাঙ্গাইলে হাওরবাসীর সহায়তায় উন্মুক্ত কনসার্ট

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের হাওরবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

রবিবার সকালে জেলা পরিষদ কার্যালয়ের হাওরবাসীর জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ১০০ বস্তা ত্রাণ তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান সুখন প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। “হাওড় অঞ্চলের মানুষের জন্য ভালোবাসা” শ্লোগানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারা শহরে ঘুরে ঘুরে লোকজনের কাছ থেকে আর্থিক সাহায্য তুলছেন। এছাড়াও শনিবার বিকেলে তারা টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজন করে উন্মুক্ত কনসার্টের।

কনসার্টে ব্যান্ড দল ফানুস, ফিনিক্স, ছায়াপথ এবং বাউল শিল্পী লিজু বাউলা ও তার দল সংগীত পরিবেশন করেন। কনসার্টে আসা লোকজনের কাছ থেকেও আর্থিক সাহায্য তোলা হয়।

শিক্ষার্থীরা জানান, ক্ষতিগ্রস্ত হাওরবাসীদের জন্য তাদের পক্ষ থেকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ৩ কেজি আটা, ২ কেজি চিড়া, ১ কেজি লবন, ১০টা মোমবাতি, ১ বক্স স্যালাইন, ১০টা পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও ২ বক্স (২০টি) দিয়াশলাই সমন্বয়ে একটি করে বস্তা তৈরী করে ৪০০ জন মানুষকে সহযোগিতা করার লক্ষ্য নেয়া হয়েছে।


(এনইউ/এসপি/মে ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test