E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রতিহিংসার রাজনীতির জন্য বিএনপিই দায়ী’

২০১৭ জুন ১৪ ২০:৩৬:০৯
‘প্রতিহিংসার রাজনীতির জন্য বিএনপিই দায়ী’

দায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধার চার আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করলেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। গাইবান্ধার পলাশবাড়ীতে পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পীর বাসভবনে দলের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলের আগে এক আলোচনা সভায় বুধবার তিনি দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ সদর আসনে আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনে ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পী এবং গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনে অ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জুর নাম ঘোষণা করেন। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে এখনো দলের প্রার্থী হিসেবে কাউকে মনোনীত করা হয়নি বলে ঘোষণা দেন এরশাদ।

আলোচনা সভায় বক্তৃতাকালে এরশাদ বলেন, বিএনপিই প্রথম বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করে। তিনি বলেন, আওয়ামীলীগ-বিএনপি কারোরই আর জনপ্রিয়তা নেই। আওয়ামীলীগ ও বিএনপি দু’দলই জাতীয় পার্টির সাথে অবিচার করেছে দাবী করে এরশাদ বলেন, নির্বাচনের মধ্য দিয়ে এবার জাতীয় পার্টি বুঝিয়ে দেবে দলে জনপ্রিয়তা আছে কিনা। আগামী নির্বাচনে তার দল ক্ষমতায় যাবে উল্লেখ করে এরশাদ বলেন, দেশে যা উন্নয়ন হয়েছে জাতীয় পার্টির হাত ধরেই। তাই দল ক্ষমতায় গেলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে এবং দেশের উন্নয়নে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করারও প্রতিশ্রুতি দেন এরশাদ।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী প্রমুখ।

(এইচআইবি/এএস/জুন ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test