E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলছড়িতে জলাতঙ্ক নির্মূলে এডভোকেসি সভা

২০১৭ জুন ১৮ ২০:৩৪:০০
ফুলছড়িতে জলাতঙ্ক নির্মূলে এডভোকেসি সভা

হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : কুকুর নিধন নয়, কুকুরকে টিকার (এমডিভি) মাধ্যমে ২০২০ সালের মধ্যে জাতীয় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইলতুতমিশ আকন্দ পিন্টু, মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।

এডভোকেসি সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি কনসালটেন্ট ডাঃ রাশেদ আলী শাহ। সভায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ১৮ জন অংশ গ্রহন নেয়। আগামী ২০ জুন থেকে ২৪ জুন ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়নে কুকুর ও বিড়ালকে ভেকসিনেশনের আওতায় আনা হবে। এ কর্মসূচীর আওতায় কুকুর ও বিড়ালকে বছরে ১টি করে পর্যায়ক্রমে ৩টি টিকা দেয়া সম্পন্ন হলে ফুলছড়িকে জলাতঙ্ক মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।

(এইচআইবি/এএস/জুন ১৮, ২০১৭)


পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test