E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে সাঁওতাল যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

২০১৭ জুন ১৯ ২০:১১:২৫
গোবিন্দগঞ্জে সাঁওতাল যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লীতে এক সাঁওতাল যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে অভিযুক্ত করে সোমবার গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন দায়ের হয়েছে। পিটিশনের উপর শুনানী শেষে তা আদালতের আদেশের অপেক্ষায় রয়েছে। জয়পুর গ্রামের যুবতী বাদি হয়ে আদালতে পিটিশনটি করেন। অভিযুক্তরা হচ্ছে মাদারপুর গ্রামের মো. হালিম শেখ (২৮), রুহুল আমিন (৩৫) ও মো. আব্দুল লতিফ (৩৫)।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, নাহিদ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া শাড়ী ও লুঙ্গী বিতরণ শেষ করে গত ১৭ জুন শনিবার সন্ধ্যায় সে বাড়ি ফিরছিলেন। এ সময় জয়পুর ও মাদারপুর গ্রামের মাঝামাঝি রাস্তায় অভিযুক্তরা তার পথরোধ করে। তারা তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে নানা তালবাহানা শুরু করে সময়ক্ষেপন করে। পরবর্তীতে আর কোন উপায় না পেয়ে সে বাদি হয়ে আদালতে এ পিটিশন করেন। বাদির আইনজীবি অ্যাডভোকেট মুরাদজ্জামান রব্বানী বলেন, মঙ্গলবার আদালতের আদেশ দানের সম্ভাবনা রয়েছে।

(এইচআইবি/এএস/জুন ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test