E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ব্যবসায়ির পাটকাঠির গাদায় শত্রুতার আগুন

২০১৭ জুন ২২ ১৫:৫২:১১
মাগুরায় ব্যবসায়ির পাটকাঠির গাদায় শত্রুতার আগুন

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় ব্যবসায়ির পাটকাঠির গাদায় শত্রুতাবশত আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে রপ্তানির জন্য রাখা প্রায় সাড়ে তিন লাখ টাকার পাটকাঠি সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার রাজাপুরের রাজপাট এলাকার সাহা পাড়ায় এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে নয়টারদিকে আগুন দেখতে পান। পরে খবর পেয়ে মহম্মদপুর ও মাগুরা থেকে দমকলের দুটি ইউনিট এসে দুই ঘন্টা চেষ্টা করে বেলা বারোটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি আহাদ আলী খান বলেন, তারা পাঁচ ভাই ২৫ বছর ধরে পাটকাঠির ব্যবসা করেন। বাড়ি থেকে দুইশ’ গজ দূরে তিনটি গাদায় প্রায় পাঁচ লাখ টাকার পাটকাঠি মজুদ করা ছিল। এসব পাঠকাঠি দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জায়গার পানের বরজে ব্যবহারের জন্য বিক্রি করা হয়।

আজ সকাল সাড়ে নয়টারদিকে পাটকাঠির গাদায় আগুন দেখতে পান। এর মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে তাদের দুইটি গাদায় তিনলাখ টাকার বেশি পাঠকাঠি পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ২০০২ ও ২০১৩ সালে একইভাবে শত্রুতাবশত পাটকাঠির গাদায় আগুন দেওয়া হয়েছিল। অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে আসছে বলে তিনি বলেন।

মাগুরা ফায়ার স্টেশনের লিডার জাহাঙ্গীর আলম জানান, পাটকাঠির গাদার আশপাশে কোন ঘরবাড়ি বা বৈদুতিক তার নেই। শত্রুতাবশত আগুন দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে প্রায় একশগজ দূরে অবস্থিত রাজাপুর পুলিশ ফাড়ির এএসআই আজম জানান, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য তারা চেষ্টা করছেন।’

(ডিসি/এসপি/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test