E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ার ৪০০ অসহায় নারী পেল ঈদের নতুন শাড়ি

২০১৭ জুন ২৪ ১৩:০৮:৫৩
কলাপাড়ার ৪০০ অসহায় নারী পেল ঈদের নতুন শাড়ি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : "আর দুইদিন পর ঈদ। কি আর করমু। ঘরে টাহা পয়সা নাই যে সেমাই কিনমু। পড়নের কাপড়ে দ্যাহেন না কয়ডা তালি। বছরে এই একখানই নুতান শাড়ি পাই। দ্যাহেন তিন মাইল কাদা পাড়াইয়া আইছি এইহানে। শাড়িডা পাইয়া কি যে খুশি লাগছে এ কথা বলেই শত কষ্টের মধ্যেও সুখের হাসি হাসলেন রমজানপুর গ্রামের রাহিমা বেগম"। তার মতো পটুয়াখালীর কলাপাড়ার দূর্গম ডালবুগঞ্জ ইউনিয়নের চারশ অসহায় নারী পেল ঈদের নতুন শাড়ি।

তালাকপ্রাপ্ত,অসহায় ও বিধবা মায়ের মুখে হাসি ফোটালেন ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুস সালাম সিকদার।

শনিবার সকালে ডালবুগঞ্জ সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে শাড়ি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সমাজসেবিকা মোসাঃ শামসুন্নাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ইউনুছ হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক এসএম মোশারফ হোসেন মিন্টু, মিলন কর্মকার রাজু, হোসাইন আমির,মোঃ রয়েল প্রমুখ।

(এমআর/এসপি/জুন ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test