E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

২০১৭ আগস্ট ১৫ ২২:৩৩:২৮
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ত্রিশাল প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, নজরুল বিশ্ববিদ্যালয়, আওয়ামীলীগ, যুবলীগ যথাযোগ্য মর্যাদায় পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্পতক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচীর শুভ সুচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন।বক্তব্য রাখেন ত্রিশাল থানা অফিসার ইনচার্য জাকিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার পাল, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ প্রমূখ। পরে উপজেলা পরিষদে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিকেলে স্থানীয় নজরূল ডিগ্রী কলেজ মাঠে আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম প্রমূখ। অপরদিকে নজরুল একাডেমীর মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট রেজা আলী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, জিয়াউল হক সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি প্রমূখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত। সকালে জাতির জনকের পুস্তস্তপক অর্পন শেষে এক শোখ র‌্যালী অনুষ্ঠিত হয়। বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিষ্টার, ছাত্রলীগ সভাপতি সাধারন সম্পাদক সহ শিক্ষক কর্মকর্তাবৃন্ধ। এছাড়াও ত্রিশাল উপজেলা যুবলীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকালে রামপুর ইউনিয়নে এক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রশাসনিক সকল দপ্তর, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, তাতী লীগ,শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধাসহ সকল সংগঠন কর্মসূচী পালন করে।

(এমএন/এএস/আগস্ট ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test