E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ৪৯ টি স্থায়ী-অস্থায়ী মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি

২০১৭ সেপ্টেম্বর ১৬ ২০:৫৯:৫৪
গৌরীপুরে ৪৯ টি স্থায়ী-অস্থায়ী মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৪৯টি স্থায়ী-অস্থায়ী পূজা মন্ডপে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। প্রতিটি মন্ডপে প্রতিমা প্রস্তুতের কাজ চলছে। পাশাপাশি চলছে সার্বজনিন ন্থায়ী মন্দির গুলো ঝাড়-মোছ রং ও অস্থায়ী মন্দির নির্মাণ ও সুদৃশ্য বিশাল প্যান্ডেল, তোরণ নির্মান এবং বর্ণাঢ্য আলোকসজ্জার পরিকল্পনা। আগামী ২৬ সেপ্টেম্বর বেলতলায় ষষ্টী পূজার মধ্য দিয়ে শুরু হবে মুল দেবী বন্দনা। এ অনুষ্ঠান চলবে ৫ দিন ব্যাপি। অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি অরুন সরকার ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত জানিয়েছেন, এ বছর গৌরীপুর পৌর শহরে ১৩টি পূজাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ৪৯টি পূজা অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে। তার মাঝে পৌর এলাকার দুর্গাবাড়ী, বাগানবাড়ী, কালিখলা, ঋষিবাড়ী, মাষ্টারপাড়া, হরিজন পল্লী, ষ্টেশনরোড, মধ্যবাজার, মধ্যবাজার পালমন্দির, চকপাড়া, সরকারপাড়া মন্দির. পূর্ব দাপুনিয়া’ পাছেরকান্দা বর্মনপাড়া সহ ১৩ টি ও উপজেলার গৌরীপুর ইউনিয়নে ২টি, রামগোপালপুর ইউনিয়নে ৪টি, সিধলা ইউনিয়নে ২টি, ডৌহাখলা ইউনিয়নে ১০টি, অচিন্তপুর ইউনিয়নে ৩টি, মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারে ৬টি, সহনাটি ইউনিয়নে ১টি, মাওহা ইউনিয়নে ৩টি, বোকাইনগর ইউনিয়নে ৪টি ও ভাংনামারী ইউনিয়নে ১টি সার্বজনিন বারোয়ারী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোর্শেদুল হাসান খান জানান, ইতিমধ্যেই পূঁজা মণ্ডপগুলোতে পুলিশ টহল দিচ্ছে, পূঁজা চলাকালীন সময়ে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সেই সাথে থাকবে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের টহল।

(এসআইএম/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৭)


পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test