E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্মশান ঠাকুর এর কবিতা

২০১৬ জানুয়ারি ০২ ২২:২৪:৪৭
শ্মশান ঠাকুর এর কবিতা






 

বৈরাগি


প্রতিদিন ভালবাসার নতুন শব্দ খুঁজি
প্রাণের মতো প্রেম ভিখারী হয়ে,
মাধুকরী!
আর কতো পাড়ি দেবো গৃহস্থ বাড়ি।

খাড়া দেয়াল বেয়ে উঠে যায় প্রজাপতি
পিপঁড়ার হাতে;
আহা! চোখ আমার-
কৃষ্ণগহব্বর;
কালান্তর ঢেকে রাখে,
দৃশ্য জমে থাকে অদৃশ্য চর্মকোঠরে।

বইরাগি!
তোর তারে বেজে উঠে পৃথিবীর সুর।


জনগণ


সবচেয়ে নিষ্ঠুরভাবে পিষে দাও আমায়
হয় মরে যাবো অথবা গর্জে উঠবো


জৈবিক কবিতা: ৫৪


নির্বোধ পিতামহ!!
অপরাধকে উন্মুক্ত রেখে
ঘরকে কারাগার বানিয়েছেন;
মুক্তি আর সত্যের চর্চ্চার জন্য।


জৈবিক কবিতা:৩১


ঈশ্বর!
আমাকে অপরাধ করতে দাও
না হয় শেষ বিচারে অচল হয়ে যাবে
কর্মশূন্য হবে নরকের দীর্ঘস্থায়ী কর্মী।

পরাজিত অসহায় মানুষকে জানতে হবে;
ব্যর্থ মানব ছাই আগুনে পুড়িয়ে কি হয়।

জৈবিক কবিতা:৩০

বর্ণে নিচু, জাতে ছোট, শ্রেণিতে গরীব
স্বাস্থ্য ভঙ্গুর, ভবিষ্যত অন্ধকার;
শুধু তার চোখ দুটি
সূর্যের চেয়েও উজ্জ্বল

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test