E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিফার নজর কাড়লো বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম

২০১৪ জুলাই ১১ ১৫:২০:৪৬
ফিফার নজর কাড়লো বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সবারই জানা বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম সম্পর্কে। চারবছর পর পর বিশ্ব যদি ১০২ ডিগ্রি ফুটবল জ্বরে কেঁপে ওঠে, বাংলাদেশ কাঁপতে শুরু করে ১১০ ডিগ্রি জ্বরে। যে জ্বরের এতো প্রচণ্ডতা, তা যে খবর হবে- এটাই স্বাভাবিক।

ফিফার নজর কাড়লো বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম

বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাস অতি সাম্প্রতিক সময়ে একজন বাংলাদেশি জার্মান ফুটবল ভক্তকে রেকর্ড পরিমাণ বড় পতাকা তৈরি করার জন্য সম্মাননা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বময় এভাবেই দেশের ফুটবলপ্রেম আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে।

সারা পৃথিবীতে এবার বলতে গেলে এদেশের ফুটবলপ্রেম অফিসিয়ালি ছড়িয়ে পড়ল। সম্প্রতি ফিফা ওয়ার্ল্ড কাপ-২০১৪ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তুলে ধরল বুংলাদেশের ফুটবলপ্রেমের দু’টি নমুনা। কাভারের ছবিটিতে দেখা যাচ্ছে- একটা দেয়ালে বিশাল করে ফুটবল আঁকা এবং তার চারপাশের ছড়িয়ে পড়া রশ্মি যেন এদেশের রক্তে রক্তে ফুটবল মিশে যাওয়ার প্রতীক। ছবিটি পুরান ঢাকা থেকে ১০ জুন তোলা। ক্যামেরায় তা বন্দি করেছেন এএফপি সাংবাদিক মুনির-উজ-জামান।

ছবিটিতে দেখা যাচ্ছে, দেয়ালের সামনে রাস্তায় বসে সবজিওয়ালা সবজি বিক্রি করছেন। পাশেই দাঁড়িয়ে দেয়ালে একজন ঝাড়ুবিক্রেতা তা দেখছেন। ছবিটি যেন বলতে চাইছে, বাংলাদেশের মানুষ যেমন অবস্থায় থাকুক না কেন, ফুটবল তাদের নিত্যদিনের ভালোবাসা, জীবনের অংশ।

(ওএস/পি/জুলাই ১১,২০১৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test