E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ-ভারত সিরিজের টাইটেল স্পন্সর জা এন জি

২০১৫ জুন ০২ ১৬:৫৩:৩২
বাংলাদেশ-ভারত সিরিজের টাইটেল স্পন্সর জা এন জি

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ ও ভারতের মধ্যকার হোম সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে জা এন জি আইসক্রিম।

কাজী ফুড ইন্ডাস্ট্রিজের অন্যতম ব্র্যান্ড এই জা এন জি আইসক্রিম। বাংলাদেশ-ভারত সিরিজটির নাম হচ্ছে ‘জা ‘এন জি আইসক্রিম ক্রিকেট সিরিজ ২০১৫’, পাওয়ারড বাই রবি আজিয়েটা লিমিটেড। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আইসক্রিম ভক্তদের জন্য সুস্বাদু আইসক্রিম সরবরাহের লক্ষ্য নিয়েই বাণিজ্যিকভাবে পথ চলা শুরু হয়েছে জা এন জি আইসক্রিমের। এই প্রথম বড় কোনো ক্রিকেট সিরিজে কোনো আইসক্রিম কোম্পানির টাইটেল স্পন্সর হওয়ার ঘটনা এটি।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস, মার্কেটিং এ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভির হায়দার চৌধুরী, একই প্রতিষ্ঠানের পরিচালক জাহিন হাসান, রবি আজিয়েটা লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ এবং রিজ ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক।

তানভির হায়দার চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘আর সবার মতোই আমরাও ক্রিকেট ভালবাসি। বাংলাদেশ ক্রিকেট দলকে সহায়তা করতে পারার বিষয়টি আমাদের সব সময়ের স্বপ্ন এবং এই স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে এরচেয়ে (স্পন্সর করতে পারা) ভাল কিছু হতে পারে না।’

কাজী জাহিন হাসান তার বক্তব্যে বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটে আমরা যে সামান্য অবদানটুকু রাখতে পারছি তা খেলাটিকে অনেক দূর যেতে সাহায্য করবে বলেই আশা করছি আমরা।’

আগামী ২ বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি অাজিয়েটা লিমিটেডের মাহাতাব উদ্দিন আহমেদ বলেছেন, ‘আসন্ন বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজের সহ-স্পন্সর হতে পেরে আমরা আনন্দিত। জাতীয় দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে আসন্ন সিরিজে দলের সবার জন্য শুভ কামনা করছি। গোটা দেশের মতোই রবিও আশা করছে যে টাইগাররা আরেকবার আমাদের সবাইকে গর্বিত করবে। টাইগাররা নিজ শক্তির গুণে জাতির নতুন এক গর্ব ছিনিয়ে আনবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।’

উল্লেখ্য, বাংলাদেশ সফরে একটি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। আগামী ১০ জুন ফতুল্লায় শুরু হবে একমাত্র টেস্টটি ম্যাচটি। আর ওয়ানডে সিরিজের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে।

(ওএস/এএস/জুন ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test