E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধীরে ধীরে তারকা শূন্য হচ্ছে ব্রাজিল!

২০১৫ জুন ০২ ২০:১৬:৪৫
ধীরে ধীরে তারকা শূন্য হচ্ছে ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আগামী সপ্তাহের শেষের দিকে শুরু হবে কোপা আমেরিকা কাপ। দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হওয়ার আগেই ইনজুরির কারণে একের পর এক হোঁচট খাচ্ছে নেইমারের ব্রাজিল। তৃতীয় খেলোয়াড় হিসেবে ইনজুরির কারণে দলের মিডফিল্ডার লুইস গুস্তাভোকে হারালো কার্লোস দুঙ্গার দল। হাঁটুর ইনজুরির কারণে এই উলফসবার্গ তারকা দল থেকে ছিটকে পড়েন।

শনিবার জার্মান কাপের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করে উলফসবার্গকে শিরোপা জেতানোর পরের দিনই ইনজুরি ধরা পড়ে গুস্তাভোর। হাঁটুর ইনজুরির কারণে তাকে সার্জারির মুখোমুখি হতে হবে বলে ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়।

বিশ্বকাপের পর ব্রাজিল যেই আটটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় তার সাতটিতে অংশ নেন লুইস গুস্তাভো। শুধু চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা। এদিকে ফিটনেসজনতি সমস্যার কারণে মার্কুইনোজ, ডেভিড লুইস ও ফিলিপ লুইসও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

লুইস গুস্তাভোর বিকল্প হিসেবে কাকে নেয়া হবে সেটা এখনও ঘোষণা করেন ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে স্ট্যান্ডবাই হিসেবে থাকা ফ্রেড, কাকা, ফিলিপ অ্যান্ডারসন ও রাফিনহা আলকানতারার মধ্য থেকে যেকোনো একজনকে বেছে নিতে পারেন কোচ দুঙ্গা।

এর আগে ইনজুরির কারণে গোলরক্ষক দিয়েগো আলভেজ ও ডিফেন্ডার মার্সেলো ব্রাজিল দল থেকে ছিটকে পড়েন। এই দুজনের বিকল্প হিসেবে দুঙ্গা যথাক্রমে গোলরক্ষক নেতো ও ডিফেন্ডার জেফারসনকে দলে অন্তর্ভূক্ত করেছেন।

আগামী ১১ জুন থেকে ৪ জুলাই চিলিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকা কাপে গ্রুপ ‘সি’ তে রয়েছে নেইমারের ব্রাজিল। সেলেকাওদের সঙ্গে একই গ্রুপে রয়েছে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা। ১৪ জুন পেরুর বিপক্ষের ম্যাচ দিয়ে নেইমারদের শিরোপা অভিযান শুরু হবে।

(ওএস/পি/জুন ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test