E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুশফিকের চাওয়াতেই দলে জুবায়ের

২০১৫ জুন ০৩ ২০:১২:১১
মুশফিকের চাওয়াতেই দলে জুবায়ের

স্পোর্টস ডেস্ক, ঢাকা : জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টেস্ট খেলা হয়ে গেছে। লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত অজ্ঞাত কারণে বাদ পড়েন তিনি। কোচ চন্ডিকা হাথুরুসিংহের বেশ পছন্দের বলেও সুখ্যাতি রয়েছে। এমনকি বিশ্বকাপে সময় লিখনকে বাদ দেওয়া নিয়ে কথাও বলেছিলেন কোচ। তবুও কেন যেন উপেক্ষার তালিকায় থাকেন লিখন। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও দলে ছিলেন। কিন্তু খুলনায় প্রথম টেস্টে খেলা হয়নি তার। ঢাকায় দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা তৈরী হলেও শেষ মুহূর্তে গোড়ালির ইনজুরির কারণে আর খেলা হলো না তরুণ এই লেগ স্পিনারের।

আসন্ন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের জন্যও তার দলে থাকা না থাকা নিয়ে বেশ ধুম্রজাল তৈরী হয়েছিল। আকারে-ইঙ্গিতে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে জুবায়ের হোসেন লিখনের দলে প্রয়োজন নেই। কিন্তু কোচও নাচোড়বান্দা। তিনিও বুঝিয়ে দেন, তার একজন লেগ স্পিনার চাই। পরস্পর বিরোধী অবস্থান তৈরী হওয়ার পর অবশেষে বুধবার যখন ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেখানে দেখা গেলো জায়গা করে নিয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। গুঞ্জন উঠেছে, তাহলে কি কোচ আর অধিনায়কের চাওয়াতেই দলে জায়গা পেয়েছেন জুবায়ের! দল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচক ফারুক আহমেদের কাছেও ছুড়ে দেওয়া হয় এই প্রশ্ন। নিজেকে রক্ষনাত্মক পজিশনে নিয়ে গিয়ে তিনি বলেন, ‘লিখনকে নিয়ে কোচ ও অধিনায়কের বিশেষ পরিকল্পনা রয়েছে। তাই ওকে (জুবায়ের হোসেন) দলে রাখা হয়েছে।’

আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার পর দল নির্বাচন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের চাওয়াকেই প্রাধান্য দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘কোচ, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের চাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা দল নির্বাচন করেছি। আর আমার কাছে এটাই এ মুহূর্তের সেরা টেস্ট দল।’

শেষ সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি জুবায়েরের। তাই এবার তার পরিবর্তে অন্য কাউকে সুযোগ দেওয়া হতে পারে। এমন আশংকা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলে থেকেও অভিষেক হয়নি লিটন কুমার দাসের। তবে এবার ভাগ্য খুলতে পারে তার। এখনও আঙ্গুলে চোট থাকায় দিন কয়েক আগেই টেস্টে মুশফিকের কিপিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপান। এরপর শেষ কয়েক দিনে জাতীয় দলের অনুশীলনে তার কিপিং অনুশীলনের ধরনও দিচ্ছে তেমনই ইঙ্গিত।

তাই এবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে অভিষেক হতে পারে ডানহাতি এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের। মুশফিক কিপিং না করলে লিটনের অভিষেক না হওয়ার কোনো কারণ থাকবে না। কারণ দলে রাখা হয়নি আর কোন স্পেশালিস্ট উইকেটরক্ষককে। ব্যাট হাতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৮৫.৩৩ গড়ে ১ হাজার ২৪ রান করা এই তরুণের ওপর আবারও আস্থা রেখেছেন নির্বাচকরা।

১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াডে ৯ জনই স্পেশালিস্ট ব্যাটসম্যান। এ প্রসঙ্গে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, ‘একাদশে ৯ জন (ব্যাটসম্যান) তো আর থাকবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ৭ জন ব্যাটসম্যান আর ৪ জন বোলার নিয়ে খেললে ভালো হবে।’ বাংলাদেশ দলের কাছে নির্বাচকদের প্রত্যাশা নিয়ে প্রশ্ন করা হলে প্রধান নির্বাচক বলেন, ‘দলের কাছে ভালো ক্রিকেট আশা করছি। ভারতের মূল শক্তিই হলো ব্যাটিং, আমাদেরও তাই। পাঁচদিন খেলে টেস্ট ম্যাচটা ‘ড্র’ করতে পারলেই আমরা সন্তুষ্ট হবো।’

(ওএস/পি/জুন ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test