E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রথম দিনেই জমজমাট আয়কর মেলা

২০১৭ নভেম্বর ০১ ১৬:১২:৪৭
প্রথম দিনেই জমজমাট আয়কর মেলা

স্টাফ রিপোর্টার : আয়কর মেলার প্রথম দিনেই দর্শনার্থী ও করদাতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার সকাল থেকেই করদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ভিড়।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে বৃহৎ পরিসরে আয়কর মেলা উদ্বোধন করা হয়।

আয়কর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলায় স্থাপিত ব্যাংকের বুথের সমানে করদাতাদের দীর্ঘলাইন। মেলার ই-টিআইএন, হেল্প ডেক্স, অনলাইন রিটার্ন দাখিল, ফটোকপিসহ প্রতিটি বুথের সমানে বিশাল জটলা। নারী-পুরুষের উপচে পড়া ভিড়ের মধ্যেই নিজেদের কাজ সেরে নিচ্ছেন।

ধানমন্ডি ২৭ থেকে ব্যবসায়ী শায়লা পারভীন এসেছেন কর দিতে। তিনি বলেন, প্রথমবারের মতো কর দিচ্ছি। এর আগেরবার আমার ছেলে দিয়েছিল। কর দেওয়া নাগরিক দায়িত্ব মনে করে এবার আমি দিতে এসেছি। ফরম পূরণে ঝামেলা হচ্ছে তবে খুব বেশি না।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, মেলায় সেবার পরিধি বাড়ানো হয়েছে। প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষতে করদাতাদের জন্য কর সেবার মান আরও বাড়বে।

তিনি বলেন, উনানয়নের পূর্বশর্ত কর। এজন্য একটি করবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা চলছে। নানাভাবে কর দাতাদের উৎসাহিত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, আগে রাজধানীর অফিসার্স ক্লাবে মেলা অনুষ্ঠিত হলেও গত বছর থেকে আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে হচ্ছে আয়কর মেলা। এটা এনবিআরেরর ৮ম আয়কর মেলা।

এবারের মেলায় আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে প্রদান করা হচ্ছে। করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল বাস নিয়োজিত রয়েছে।

এছাড়া আয়কর মেলার এবার বাড়তি আকর্ষণ করদাতাদের রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স আইডি কার্ড ও ইনকাম ট্যাক্স পেয়ার স্টিকার প্রদান।প্রথমবারের মতো এনবিআর ঢাকা ও চট্টগ্রামের মেলায় এ কার্ড ও স্টিকার প্রদান করা হচ্ছে। এটি এবারের এনবিআরের নতুন উদ্ভাবন।

(ওএস/এসপি/নভেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test