E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারখানায় তিন দিনের বেশি ছুটির সুযোগ নেই

২০২১ মে ০৯ ১৬:৪৭:৪২
কারখানায় তিন দিনের বেশি ছুটির সুযোগ নেই

স্টাফ রিপোর্টার : কারখানায় সরকারের তিন দিন ছুটি ঘোষণা ব্যত্যয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, শ্রমিকদের নির্ধারিত ছুটির বাইরে ওভারটাইম করাবেন না- পরে ছুটি দেবেন তা মালিক ও শ্রমিকপক্ষ নির্ধারণ করবেন।

রোববার (৯ মে) রাজধানীর শ্রম ভবনে আয়োজিত আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় তিনি এসব কথা বলেন।

মন্নুজান সুফিয়ান বলেন, সরকার তিন দিন ছুটি নির্ধারণ করেছে। এর বাইরে অনেক গার্মেন্টসে পাঁচ-সাত দিন পর্যন্ত ছুটি দিয়েছে। ছুটি যাই হোক, কর্মস্থলে অবস্থান করতে হবে। সরকার নির্ধারিত তিন দিনের বেশি যদি কোনো কারখানায় ছুটি দেয়া হয় তবে তাকে অবশ্যই কারখানার শ্রমিকদের কর্মস্থলেই থাকা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই নিজ নিজ কর্মস্থল ত্যাগ করা যাবে না।

আলোচনা শুরুর পর্বে সরকার ঘোষিত তিন দিনের ছুটির পরিবর্তে তৈরি পোশাক শিল্পে পাঁচ দিন ছুটির দাবি জানান শ্রমিক নেতারা।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বছরে দুটি ঈদ উদযাপিত হয়। তাই শ্রমিকরা তিন দিনের ছুটি মানতে পারছে না। ছুটি আরও দুদিন বাড়ানোর দাবি করছি। একই দাবি করেন আরও অনেক শ্রমিক নেতা।

বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এবার ঈদে কোনো সমস্যা থাকবে না, সব কারখানায় বেতন বোনাস হবে। ইতোমধ্যে ৭৫ শতাংশ কারখানা বেতন-বোনাস-ভাতা পরিশোধ করেছে। তবে কাজ না থাকায় অনেক কারখানায় ছুটি দেয়া হয়েছে। সব শ্রমিক নিজ নিজ কর্মস্থলে থাকবেন।

বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি বলেন, আমাদের ছুটি দিতে কোনো আপত্তি নেই, ছুটি আসবে- ছুটি যাবে। সবার আগে জীবন, দেশ। এখন পরিস্থিতি ভালো নয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী তিন দিনের ছুটি নির্ধারণ করেছেন। এতে আপত্তি থাকার কথা নয়।

(ওএস/এসপি/মে ০৯, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test