E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আইনজীবীদের অসদাচারণ কাম্য নয়’

২০১৮ এপ্রিল ০৭ ১৬:৩৬:৩৪
‘আইনজীবীদের অসদাচারণ কাম্য নয়’

স্টাফ রিপোর্টার : আইনজীবীদের পেশাগত অসদাচারণ কখনোই কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে বার কাউন্সিল কর্তৃক নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আইন পেশায় জ্ঞান ও মেধা দিয়ে মক্কেলদের সহযোগিতা করতে হবে। এজন্য বেশি বেশি জ্ঞান চর্চা করতে হবে। সে ক্ষেত্রে আইনজীবীদের কাছ থেকে পেশাগত অসদাচারণমূলক ব্যবহার কখনোই কাম্য নয়।

তিনি বলেন, বার (আইনজীবী) ও বেঞ্চ (বিচারালয়) একে অপরের সম্পূরক। তবে কার্যক্রমের ভিন্নতা থাকবে। কিন্তু তাদের হাতে হাত দিয়ে একসঙ্গে হাঁটতে হবে। বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বার কাউন্সিলের এনরোল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচারপতি মো. নুরুজ্জামান, বার কাউন্সিলের নেতা ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম, বার কাউন্সিলের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেড. আই. খান পান্না, সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বার কাউন্সিলের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের খসড়া প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, বিচারপতি নিয়োগের আইন প্রণয়নে করতে সরকার সম্পূর্ণ একমত। শুধু আইন প্রনয়ণের প্রস্তুতি নয়, খসড়াও প্রায় তৈরি হয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যে এটা মন্ত্রিপরিষদে নিতে পারবো।

অবসরের পর আইনজীবীদের কল্যাণ ফান্ডের বিষয়ে মন্ত্রী বলেন, একটি বোনাভোলেন্ড ফান্ড রয়েছে। কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। আইনজীবীদের দীর্ঘ দিনের দাবি এ ফান্ডে সরকারের পক্ষ থেকে ৪০ কোটি টাকা দেয়া হোক। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এ অনুষ্ঠানে ২০১৩ সালের ৬ এপ্রিল বার কউন্সিলে যুক্ত হওয়া তিন হাজারের বেশি সদস্যদের মাঝে আইনজীবী অন্তর্ভুক্তির সনদ দেয়া হয়।

(ওএস/এসপি/এপ্রিল ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test