E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলতি বছর সুপ্রিম কোর্টের ৬২ আইনজীবীর মৃত্যু

২০২০ অক্টোবর ১০ ১৬:৩৯:৫৮
চলতি বছর সুপ্রিম কোর্টের ৬২ আইনজীবীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও বিভিন্ন অসুস্থতায় চলতি বছরে সুপ্রিম কোর্টের ৬২ জন আইনজীবী মৃত্যুবরণ করেছেন। ৬ অক্টোবর পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান, অ্যাডভোকেট ড. এনামুল হক, অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

এছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার কাজী সিরাতুন নবী, অ্যাডভোকেট এ টি এম আলমগীর হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি কাজী সাজাওয়ার হোসেনসহ আরও অনেকে মৃত্যুবরণ করেছেন।

গত ৭ অক্টোবর প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে এক শোক সভায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ৬ অক্টোবর পর্যন্ত ৬২ জন সদস্যকে হারিয়েছি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একমাত্র জানাজা হয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের।

তিনি বলেন, সম্পাদকদের মধ্যে আমার সবচেয়ে দুর্ভাগ্য। কারণ এখানে আটজন সম্পাদক উপস্থিত আছেন। তাদের এত মানুষের মৃত্যুর সংবাদ পাঠাতে হয়নি। যতগুলো আমাকে পাঠাতে হয়েছে।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, মাহবুবে আলম আমাকে বলেছিলেন, কাজলকে দেখলে ভয় লাগে। শুধু মরা মানুষের মেসেজ পাঠায়। ওর বার্তা আসলে আতঙ্ক লাগে, এই বুঝি কোনো মৃত্যুর সংবাদ আসলো।

দুর্ভাগ্যজনকভাবে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুর খবরের মেসেজটিও আমাকেই পাঠাতে হয়েছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোনো সদস্য মৃত্যুবরণ করলে সম্পাদক ক্ষুদে বার্তা (এসএমএস) এর মাধ্যমে বারের অন্যান্য সব সদস্যদের কাছে পাঠিয়ে অবহিত করেন।

(ওএস/এসপি/অক্টোবর ১০, ২০২০)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test