E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় মানহানি মামলায় ৫ সাংবাদিককে অব্যাহতি প্রদান

২০১৫ মে ২৯ ১০:৫৬:৪৩
কাপাসিয়ায় মানহানি মামলায় ৫ সাংবাদিককে অব্যাহতি প্রদান

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি :ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন সংবাদে একটি প্রতিবাদ ছাপাকে কেন্দ্র করে  কাপাসিয়ার ইত্তেফাক সংবাদদাতার দায়েরকৃত এক মানহানি মামলায় আজ বৃহস্পতিবার গাজীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালত ওই পত্রিকার সম্পাদক, প্রকাশক, সংবাদদাতা সহ ৬ জনকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন মিডল্যান্ড সেভিংস এন্ড ডেভেলপারস (বিডি) লিং এর ব্যাবস্থাপনা পরিচলক সিরাজুল ইসলাম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আকাশ, বার্তা সম্পাদক জয়সেন বড়ুয়া, নির্বাহী সম্পাদক হাজী সোহেল রানা, দৈনিক খবর পত্রিকার কাপাসিয়ার সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, দৈনিক স্বাধীন সংবাদের তৎকালীন স্থানীয় প্রতিনিধি হাজী সাইফুল ইসলাম।

মামলা সূত্রে জানাযায়, মিডল্যান্ড সেভিংস এন্ড ডেভেলপার্স (বিডি) লিং এর বিরুদ্ধে দৈনিক ইত্তেফাক পত্রিকায় বিগত ২০১২ সালে একটি সংবাদ ছাপা হয়। সংবাদটি প্রকাশের পর মিডল্যান্ড কর্তৃপক্ষ ইত্তেফাক পত্রিকায় একাধিক প্রতিবাদলিপি পাঠায়। কিন্ত প্রতিবাদটি ইত্তেফাকে না ছাপা হওয়ায় মিডল্যান্ড, দৈনিক স্বাধীন সংবাদ ও গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্তবলাকা পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে উক্ত সংবাদের প্রতিবাদ ছাপায়। প্রতিবাদে মিডল্যান্ডকে যে কারণে দায়ী করে ইত্তেফাকে সংবাদটি ছাপা হয়, ওই একই কারণে স্থানীয় ইত্তেফাক প্রতিনিধি ও মামলার বাদী আসাদুজ্জামান আসাদ নিজেও অভিযুক্ত বলা হয়। এ কারণে বাদী উপরোক্তদের অভিযুক্ত করে গাজীপুর আদালতে সি আর মামলা নং ৩৫০/১২ তারিখ ১০/০৯/১২ এবং ৫০০/৫০১/৫০৩ ধারায় ৫ কোটি টাকার একটি মানহানির মামলা দায়ের করেন। দীর্ঘ তিন বৎসর যুক্তিতর্কের পর গাজীপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালত-৩ এর বিচারক বেগম মনোয়ারা উক্ত মামলায় কোন অভিযোগ প্রমানাদি না থাকায় সকল আসামীদের অব্যাহতির আদেশ প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করে এডভোকেট আবুল কালাম এবং বাদী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট লুৎফর রহমান।

(এসডি/এসসি/মে২৯,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test