E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ হজ ফ্লাইট চেয়ে রিট

২০১৭ আগস্ট ১৩ ১২:৫৬:১৯
৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ হজ ফ্লাইট চেয়ে রিট

স্টাফ রিপোর্টার : হজযাত্রীদের চলমান অব্যবস্থাপনায় জড়িতদের বিষয়ে তদন্তসহ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ হজ ফ্লাইটের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। রবিবার সকালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে এ রিট আবেদন করেন।

ধর্ম, বিমান ও পর্যটন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং হজ ক্যাম্পের একজনসহ মোট পাঁচজনকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে। এ ছাড়া রিট আবেদনে হজের এ চলমান সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

জানা গেছে, আজ দুপুর ২টার দিকে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দোস্তগীর ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর সময় মতো ভিসা পাচ্ছেন না হজযাত্রীরা। হজযাত্রীর অভাবে এক পর এক বাতিল হচ্ছে হজ ফ্লাইট। সম্প্রতি ধর্মমন্ত্রী ২৮ হজ এজেন্সিকে ভিসার আবেদন করতে সময় বেধে দিয়েছেন।

(ওএস/এসপি/আগস্ট ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test