E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলাউদ্দিন হোসেন’র ছড়া

২০১৬ অক্টোবর ১৫ ১৫:৩১:০৪
আলাউদ্দিন হোসেন’র ছড়া







 

আমি শরৎ বলছি

যাচ্ছি চলে দেখবে না আমায়
বাংলার কোন চোখ !
লুকিয়ে রাখবো বাংলা থেকে
আমার সুন্দর মুখ।

সময় হলে আসবো আবার
এই বাংলার ডাকে,
আসবো আবার কাশফুল হয়ে
নদীর বাঁকে বাঁকে ।

অপেক্ষাতে থেকো আমার
ভুলোনা কখনো মোরে,
পালাক্রমে আসবো আবার
আমি বাংলার তরে।

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test