E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলাউদ্দিন হোসেন’র ছড়া

২০১৭ মার্চ ১১ ১৪:৫৭:৫৫
আলাউদ্দিন হোসেন’র ছড়া







 

ফাগুনের কোকিল

ফাগুন এলেই কোকিলরে তুই
মন ভরিয়া ডাকিস
ইচ্ছা হলেই মনের মত
প্রকৃতি তুই আঁকিস ।
তোর ডাকেতে ফাগুন আসে
দেরি করে না
বাংলার বুকে তোকে ছাড়া
ফাগুন মানায় না ।
ভর-দুপুরে বন পাথারে
ডেকে বেড়াস তুই
ডাক শুনিয়া ফাগুন বেলা
করে যে হৈ চৈ ।
ফাগুন এলেই কোকিলরে তুই
প্রকৃতিকে দিস সুর
মধুর কন্ঠে গান যেরে তোর
চলে যায় বহুদূর ।

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test