E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণহত্যা না হিন্দু-হত্যা?-২

২০২১ মে ১৬ ১৫:৪১:৩৩
গণহত্যা না হিন্দু-হত্যা?-২

শীতাংশু গুহ


হামিদুর রহমান কমিশন রিপোর্ট পরিস্কারভাবেই বলছে যে, হিন্দুদের হত্যার ম্যান্ডেট দেয়া হয়েছিলো। কমিশনের নোট ১৮, ২৭৬ নম্বর সাক্ষী লেঃ কর্নেল আজিজ আহমদ খান, যিনি ৮-বালুচ ও সিও-৮৬ মুজাহিদ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ছিলেন, তাঁর সাক্ষীও প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, “ব্রিগেডিয়ার আবরার আমায় জয়দেবপুরে সকল বাড়িঘর ধ্বংস করার নির্দেশ দেন, আমি তা পালন করি। জেনারেল নিয়াজী ঠাকুরগাঁও এবং বগুড়ায় আমার ইউনিট পরিদর্শন করেন। তিনি আমায় জিজ্ঞাসা করেন যে আমি কত হিন্দু মেরেছি। মে মাসে একটি লিখিত নির্দেশ আসে হিন্দু হত্যা করার জন্যে। এ নির্দেশ পাঠান ২৩-ব্রিগেডের ব্রিগেডিয়ার আব্দুল্লাহ মালিক।

২৫ থেকে ২৮ শে মার্চ ১৯৭১ ঢাকায় পাকিস্তান আর্মী যেসব হিন্দু অধ্যুষিত অঞ্চলে প্ল্যান মাফিক আক্রমন চালিয়েছিল, ২৫শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হোষ্টেল ‘জগন্নাথ হল’, যেখানে তাঁরা প্রায় ১০০জন হিন্দু ছাত্র ও ষ্টাফকে হত্যা করেছিলো। ২৬তারিখ তাঁরা আক্রমন করে শাঁখারী বাজার, যেখানে শাঁখ কাঁটা করাতের ভয়ে কখনো মুসলীম দাঙ্গাবাজরা আগে ঢুকতে সাহস পায়নি। মিলিটারী শাঁখারি বাজারে প্রায় ৮হাজার বাঙ্গালী হিন্দুকে হত্যা করে। ২৭শে মার্চ রাতে তাঁরা হামলা করে রমনা কালীমন্দির ও সারদাময়ী আশ্রমে, হত্যা করে ২০০-৩০০ হিন্দুকে। ১২জন যুবতীকে তাঁরা ধরে নিয়ে যায়, যাঁদের আর কখনো খোঁজ পাওয়া যায়নি। একই দিন, ২৭শে মার্চ পাকিস্তান বাহিনী লোহারপুল, সূত্রাপুরে আক্রমন চালায়, বিহারী মুসলমানরা তাঁদের সহায়তা করে। লোহারপুলে পাক-বাহিনী ১৫জনকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। ২৮শে মার্চ পাক-বাহিনী হামলা চালায় হিন্দু হোটেল বাংলাবাজার বিউটি বোর্ডিং-এ, সেখানে তাঁরা ১৪জনকে হত্যা করে, এদের মধ্যে ২জন মুসলমান, এবং ১জন খৃষ্টান ছিলেন।

২৫শে মার্চ ১৯৭১ সালে পাকিস্তান বাহিনী গণহত্যা শুরু করে, তা ৯মাস চলে, এবং ধীরে ধীরে সেটি ‘হিন্দু-গণহত্যায়’ পরিণত হয়। মুসলমান মরেছে, তাঁরা ধর্মের জন্যে নয়, হিন্দুদের টার্গেট করে মারা হয়েছে, শুধুমাত্র ‘হিন্দু হওয়ার কারণে’। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬০লক্ষ ইহুদী হত্যার কথা সবাই জানে, বিশ্বব্যাপী

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test