E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাকে ভরে গেছে পলাশবাড়ীর মাঠ

২০১৮ মার্চ ০৯ ১৬:২৮:৪২
শাকে ভরে গেছে পলাশবাড়ীর মাঠ

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার প্রতান্ত পল্লীর জমিগুলো এখন শাক-সবজিতে ভরে গেছে।

মাঠের পর মাঠ চাষ হচ্ছে পালংশাক, লালশাক, পুঁইশাক ইত্যাদি। পলি মাটির এসব জমিতে সহজে সার ছাড়াই চাষ হচ্ছে এসব শাক। ফলন হচ্ছে আশানুরূপ, বাজারে চাহিদা ও দাম থাকায় কৃষকও খুশি।

কৃষক মজনু মিয়া বলেন, ‘আমরা বিভিন্ন ধরনের শীতকালীন শাক চাষ করি। অন্য চাষের প্রতি আগ্রহ কম। কারণ, শাক চাষ কম সময় বিক্রি করা যায়। মাত্র ৩০ দিনে চাষ উঠে যায়। আমরা সারা বছর শাক চাষ করি।’

বাজারে এখন শাক সবজির দামে কৃষকরা শাক-সবজি চাষে অগ্রহী হয়ে উঠেছে। দাম ভাল পাওয়ায় তাদের মখে হাসি লেগেই রয়েছে। ছবি ০৪

(এসআইআর/এসপি/মার্চ ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test