E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোথাও কোথাও ধীরগতি, কিন্তু যানজট নেই : সেতুমন্ত্রী

২০১৮ জুন ১৪ ১৫:৩৭:২১
কোথাও কোথাও ধীরগতি, কিন্তু যানজট নেই : সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বৃষ্টির কারণে দেশের মহাসড়কগুলোর কোথাও কোথাও যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও কোনো যানজট নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালী আন্তঃনগর বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, আমি সকালেও খোঁজ নিয়েছি মহাসড়কে কোনো যানজট নেই। প্রতিবার টাঙ্গাইলে যে সমস্যা হয় এবার সেরকম কোনো সমস্যা নেই। ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নেই,ঢাকা- চট্টগ্রাম মহাসড়কও ফ্রি। আমি ওইপথে এখন ব্রাহ্মণবাড়িয়া যাবো। এবার যাত্রীরা ভালোভাবে ঘরে ফিরছে। রাস্তার জন্য কোথাও কোনো যানজট নেই। তবে ভারী বর্ষণের কারণে এবং সকালে বঙ্গবন্ধু সেতুর ওপারে একটি গাড়ি বিকল হওয়ায় কোথাও কোথাও গাড়ি ধীরগতিতে চলে কিন্তু যানচলাচল বন্ধ নেই। আশা করছি এবারের ঈদে সবাই হ্যাসেল ফ্রি (ঝামেলা মুক্তভাবে) যাত্রা করতে পারবেন।

তিনি আরও বলেন, আজ (বৃহস্পতিবার) বিকেলে গার্মেন্টস ছুটি হবে, যাত্রীদের অনেক চাপ থাকবে। সড়কে যানবাহন বেশি থাকবে। তবে আমার বিশ্বাস ভারী বর্ষণ না হলে গাড়ি আটকে থাকবে না। ঘরে ফেরা যাত্রীদের জন্য এবার পর্যাপ্ত সংখ্যক গাড়ি রয়েছে। তবে যদি গাড়ি শর্ট হয়, তাহলে বিআরটিসির বাস প্রাইভেট কোম্পানিগুলোকে সহযোগিতা করবে।

এর আগে সকালে টার্মিনালে এসে ঘরফেরা মানুষের সঙ্গে কথা বলেন ওবায়েদুল কাদের। এসময় অনেক যাত্রী অভিযোগ করেন, টার্মিনালে বাস থাকলেও কাউন্টার থেকে ‘বাস নেই’ বলে টিকেট দেয়া হচ্ছে না। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী।

পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, টার্মিনাল পরিদর্শন করে ও যাত্রীদের সঙ্গে কথা বলে দেখলাম তারা ভালো পরিবেশে টিকেট কিনছেন এবং ভালোভাবে গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

(ওএস/এসপি/জুন ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test