E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না : রেলমন্ত্রী

২০২৪ মার্চ ১৮ ১৮:৩৩:১৮
টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না : রেলমন্ত্রী

একে আজাদ, রাজবাড়ী : রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটা যায় না।টাকার বিনিময়ে রেল কেটে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে মানুষকে সম্পৃক্ত করতে হবে।

সোমবার (১৮ মার্চ) দুপুর ৩ টায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম (এমপি)।

রেলপথ মন্ত্রী বলেন, গত কাল রেলের ৯ টি বগি লাইন চ্যুত হইছে। যে ব্যক্তি ফিস প্লেট খুলতেছিলো তাকে ধাওয়া দিলে ব্যাগ ফেলে পালিয়ে গেছে। তার আইডি কার্ড সহ কাগজ পত্র পাওয়া গেছে। সে মুলত কিছু টাকার বিনিময়ে এই কাজ করছে। আগুন সন্ত্রাসী বিএনপি ও বিএনপি সমর্থনকারী জামাত এই কাজ গুলো করে।এগুলো করে তারা জনসমর্থন পাচ্ছে না। বরং আস্তে আস্তে জনগণ থেকে দূরে সরে গেছে।তারা জানে মানুষ তাদের ভোট দেবে না সে জন্যই এই সব অপকর্ম করছে। রাজনীতি করার পথ সর্ত দেশকে ভালো বাসতে হবে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে ট্রেনের সাথে সাথে অতিরিক্ত বগির ব্যবস্থা করা হয়েছে। সীমিত সামর্থের মধ্যে অধিকাংশ যাত্রী বহন করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি।

তিনি আরও বলেন, টিকিট ছাড়ার ২/৩ ঘন্টার মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। কোন কোন নাম্বার থেকে টিকিট কেনা হয় প্রত্যেক দিন তার তালিকা নেওয়া হচ্ছে। এর সাথে সাথে কাউন্টার থেকে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এসময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হান্নান মোল্লা, সহ-সভাপতি এ কে এম ফরিদ হোসেন বাবু, সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন বিশ্বাস সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

(একে/এসপি/মার্চ ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test