গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ আসবাবপত্র ভাংচুর ঘটনায় বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সুলতান নূর ইসলাম মুন্নু, মো. সহিদ পাল, জাহাঙ্গীর সরদার, রাসেল বেপাড়ি ও মো. রোকন। তাদের বাড়ি গোয়ালন্দ উপজেলা এলাকায়।

গোয়ালন্দঘাট থানাপুলিশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ছাত্র সাইফুল ইসলাম রিপন হত্যার প্রতিবাদে গতকাল রবিবার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা আধা ঘন্টার মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে স্থানীয় দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে হামলা চালায়। এসময় ওই কার্যালয়ের ভিতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ বেশকিছু আসবাবপত্র ভাংচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রবিবার সন্ধায় দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার মোল্লা বাদী হয়ে বিএনপির ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার এসআই কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগ অফিস ভাংচুর মামলায় এজাহারভুক্ত আসামী সুলতান নূর ইসলাম মুন্নু, মো. সহিদ পাল, জাহাঙ্গীর সরদার, রাসেল বেপাড়ি ও মো. রোকনকে গ্রেপ্তার করা হয়েছে।’

উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা বিএনপির সহসভাপতি ও দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মন্ডলের একমাত্র ছেলে সাইফুল ইসলাম ওরফে রিপন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্ট ইউনিভার্সিটির এলএলবি শেষ বর্ষের ছাত্র ছিলেন। গত ৭ সেপ্টেম্বর ভোররাতের দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তের গুলিতে রিপন নিহত হন।


গোয়ালন্দে আ’লীগ অফিস ভাংচুর, বিএনপি নেতা গ্রেপ্তার


(জিসিপি/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৪)