স্টাফ রিপোর্টার, ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলায় রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার সকাল ১১টা সাত মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম ২০৪ পৃষ্টার এ রায় পড়া শুরু করেন। সকাল ১১টায় বিচারপতিরা এজলাসে প্রবেশ করেন।

এর আগে সকাল নয়টা ২৫ মিনিটে প্রিজন ভ্যানে নিজামীকে নিয়ে ট্রাইব্যুনালে পৌঁছেন কারারক্ষিরা।

কাঠগড়ায় ওঠানোর আগে হাজতখানায় নিজামীকে বেশ চিন্তিত দেখা গেছে। মুখে হাত দিয়ে বসা ছিলেন তিনি।

>>ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন বিচারপতি

>>ট্রাইব্যুনালে নিজামী

>>নিজামীকে ট্রাইব্যুনালে আনার জন্য কারাগারে প্রিজন ভ্যান

>>কাশিমপুর থেকে নিজামীকে ঢাকায় স্থানান্তর

>>নিজামীর বিরুদ্ধে অভিযোগসমূহ

>>বুধবার নিজামীর রায় ঘোষণা

(ওএস/অ/অক্টোবর ২৯, ২০১৪)