চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকের তালা খুলে দিয়েছেন বিবাদমান ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

চবি ছাত্রলীগ দুই গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মূল ফটকে ছাত্রলীগের একাংশ তালা লাগিয়ে দেয়। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর সাড়ে ১২টার দিকে তারা তালা খুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবারের ঘটনাকে কেন্দ্র করে চবি ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি গ্রুপের নেতাকর্মীরা ষোলশহর স্টেশনে শাটল ট্রেন আটকে দেয়। এ সময় তারা রেললাইনে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

সকাল সাড়ে ৯টার দিকে ষোলশহর রেল স্টেশন এলাকায় ভিএক্স কর্মী পলাশকে মারধর করে সিএফসি গ্রুপের কর্মীরা। পলাশ চবির ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের ১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর প্রতিবাদে ও নিজ গ্রুপের নেতাকর্মীদের মারধরকারীদের বিচারের দাবিতে ভিএক্স কর্মীরা ক্যাম্পাসের মূল ফটকে তালা লাগিয়ে দেয়।

চবি ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক ও ভিএক্স গ্রুপের নেতা জালাল আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আমরা মূল ফটকের তালা খুলে দিয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মানা না হলে আমরা অবরোধ কর্মসূচি অব্যাহত রাখব।

হাটহাজারী মডেল থানার ওসি মো. সালাউদ্দিন আহম্মেদ জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

>>চবির মূল ফটকে তালা

(ওএস/এটিআর/নভেম্বর ১০, ২০১৪)