E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দেশে প্রতি ২৪ ঘণ্টায় ৩৩টি অগ্নিকাণ্ড!

২০১৪ এপ্রিল ১৪ ১৭:৪১:২১
দেশে প্রতি ২৪ ঘণ্টায় ৩৩টি অগ্নিকাণ্ড!

স্টাফ রিপোর্টার : ফায়ার সার্ভিসের এক হিসেবে জানা যায়, ইদানিং প্রতি ২৪ ঘণ্টায় সারা দেশে গড়ে ৩৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের হিসাবে, চৈত্রের দাবদাহে গত ৩ মাস ১০ দিনে সারা দেশে ৩ হাজার ৩৮৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই হিসাবে প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ৩৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

গত তিনমাসের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ৯৬ কোটি ৪০ লাখ টাকার সম্পদ। নিহত হয়েছেন ১৭ জন। পুড়ে ছাই হয়েছে ৪টি গরু। এর মধ্যে শুধু রাজধানীতেই ৩৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা শীতকালকে অগ্নিকাণ্ডের মৌসুম হিসেবে গণ্য করলেও চৈত্র মাসে এতগুলো অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় ভাবিয়ে তুলছে তাদেরও।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিনির্বাপণে সারা দেশে ২৯২টি গাড়ি থাকার কথা। কিন্তু সংস্থাটিতে রয়েছে ২৮৫টি। এর মধ্যে ১৯৭৬ সালের মডেলের ৩০টি গাড়ি মেয়াদোত্তীর্ণ। ৯টি রিভারব্যাংক স্টেশনের জন্য ১২টি ফায়ার ফ্লোট অগ্রাধিকার থাকলেও আছে মাত্র ৫টি। নৌযান ও নদীতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে প্রয়োজনীয় ১২টি উদ্ধারকারী স্পিডবোটের জায়গায় রয়েছে মাত্র দুটি। অগ্নিকাণ্ড বা অন্য কোনও কারণে ভবনে আটকে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে আনার জন্য ৯টি টার্ন টেবিল ল্যাডারের জায়গায় রয়েছে মাত্র দুটি। এছাড়া সংস্থাটির কাছে রাস্তায় বিকল বা খাদে পড়ে যাওয়া গাড়িসহ বিভিন্ন ভারী বস্তু টেনে তোলার যন্ত্র ‘ব্রেক ডাউন ভ্যান’ ৯টির জায়গায় রয়েছে ৪টি। রাসায়নিক কারখানা বা গোডাউনে আগুন লাগলে প্রয়োজনীয় কেমিক্যাল টেন্ডার ৯টির জায়গায় আছে ৫টি। তবে দ্রুত অগ্নিনির্বাপণে মনুষ্য-সৃষ্ট কয়েকটি বিষয় প্রতিবন্ধক বলে মনে করছে কর্তৃপক্ষ।

(ওএস/এটি/এপ্রিল ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test