E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে মানববন্ধন

২০১৪ আগস্ট ৩০ ১৬:২৩:৪০
সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক কর্মচারীরা ক্লাস বন্ধ করে দিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। কলেজের নৈশ প্রহরী হাসান মুন্সীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

আজ শনিবার সকাল ১১ টার দিকে স্থানীয় প্রেসক্লাবে সামনে রাস্তার দুই পাশে দাড়িয়ে মানব বন্ধন রচনা করা হয়। এছাড়া এ ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে শনিবারের সকল ক্লাস নেয়াও বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ। পরে এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। মানববন্ধন চলাকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হাই এবং শিক্ষক গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।


উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল সন্ত্রাসী কলেজ এলাকায় ঢুকে নৈশ প্রহরী হাসান মুন্সীকে পিটিয়ে মারাত্মক আহত করে।

(এমএইচএম/এএস/আগস্ট ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১০ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test