E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁও সুগার মিলের ৬৪তম আখ মাড়াই কার্যক্রম শুরু

২০২১ ডিসেম্বর ২৪ ২৩:৫৮:৫৭
ঠাকুরগাঁও সুগার মিলের ৬৪তম আখ মাড়াই কার্যক্রম শুরু

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও : পঞ্চগড়  সুগারমিল, সেতাবগঞ্জ সুগারমিল ও ঠাকুরগাঁও সুগারমিল-এ তিন মিলের মোট ৫০ হাজার মে.টন আখ মাড়াইয়ের লক্ষমাত্রা নিয়ে জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ৬৪তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মিলের মাড়াই কার্যক্রম চলবে ৪২ দিন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫টায় ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উৎপাদন ও প্রকৌশল এর পরিচালক প্রকৌশলী মোঃ এনায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহা. রাজিয়া সুলতানা, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সুগারমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন, কেন্দ্রীয় আখচাষী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় ঠাকুরগাঁও সুগারমিলের কর্মকর্তা-কর্মচারীসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মাড়াই মওসুমের উদ্বোধনের আগে মিলের উন্নয়নসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সারাদেশের ১৯টি সুগারমিলের মধ্যে গতবছর ৬টি সুগারমিলে মাড়াই কার্যক্রম স্থগিত রেখেছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।ওই ৬টি বন্ধ মিলের তালিকায় রয়েছে পঞ্চগড় ও সেতাবগঞ্জ সুগারমিল।এ দুইটি মিলের তত্বাবধানে রোপিত আখগুলোও ঠাকুরগাঁও সুগারমিলে মাড়াই করা হবে।

(এফআইআর/এএস/ডিসেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test