E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর্ণফুলী এ জে চৌধুরী কলেজে ডিগ্রির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত 

২০২২ জানুয়ারি ২০ ১৬:১৮:৪২
কর্ণফুলী এ জে চৌধুরী কলেজে ডিগ্রির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত 

চট্টগ্রাম প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষা প্রতিষ্ঠানটির ১০১ নম্বর কক্ষে কলেজের অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু করা হয়।

এতে বক্তব্য রাখেন অধ্যাপক শামীম আকতার চৌধুরী, অধ্যাপক মোঃ শফিকুর রশিদ, মোঃ হারুন অর রশিদ, অধ্যাপক এইচ এম আবু ওবায়দা, অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক নাজনীন সুলতানাসহ সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকগণ।

অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর সুযোগ্য সন্তান আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি'র সংসদীয় আসন কর্ণফুলী উপজেলার একমাত্র উচ্চ
শিক্ষার কেন্দ্রস্থল কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজ। আমি আশা করি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা গভীর মনোযোগ দিয়ে লেখাপড়া করে অতীতের মতো ভালো ফলাফল উপহার দেবেন। কেননা পাশের উপজেলা আনোয়ারা ও পটিয়া থেকে কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের ফলাফল অনেকটা এগিয়ে। কারণ শিক্ষার্থীরা কলেজের শিক্ষকদের সাথে যোগাযোগ রেখে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে ভালো ফলাফল করা সম্ভব।

উপস্থিত ওরিয়েন্টেশন ক্লাসের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে অধ্যক্ষ বলেন, সম্প্রতি দেশে আবারো করোনা পেনডামিক দেখা দিয়েছে। ওমিক্রন আক্রান্ত রোগী বাড়ছে। এতে সুরক্ষা পেতে সকল শিক্ষার্থীরা যেন সঠিক সময়ে ভ্যাকসিন নেন।'

কলেজ কতৃপক্ষের পক্ষ থেকে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নাস্তা পরিবেশন করানো হয়।

(জেজে/এসপি/জানুয়ারি ২০, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test