E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

২০২২ জানুয়ারি ২২ ২১:০০:২৯
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছে ৮ জন। এর মধ্যে একজন মারা গেছেন।

চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ এলাকা পিকআপ ও সিএনজির সাথে এবং উপজেলার হাইদগাঁও বিওসি রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।

শনিবার সকালে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পিকআপ সিএনজির সংঘর্ষে মারা গেছেন ওয়ার্কশপ গ্যারেজের শ্রমিক সুজন চৌধুরী প্রকাশ ধনা (৪৫)। তিনি উপজেলার ৫নং ওয়ার্ডের দীজমনি চৌধুরীর পুত্র। এতে আহত হয়েছেন আবু আহমদ (৬০), সালমা (১৫), সানজানা (১৮)।

একইদিন সকালে হাইদগাঁও বিওসি রোডে মোটরসাইকেল ও বাই সাইকেলের মুখোমূখি সংঘর্ষে সবুজ (১৫), তারেক (১৮), ইসমাইল (২০) ও ইমন (১৫) আহত হয়েছে। তাদের মধ্যে ইমন, সবুজ ও আবু আহমদকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, সকালে পটিয়া সদর থেকে একটি সিএনজি চন্দনাইশের দিকে যাচ্ছিল। গাড়িটি শ্রীমাই ব্রিজ এলাকায় পৌছলে আরেকটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে বালুবাহী একটি পিকআপের (চট্টমেট্রো শ ১১-১৫০৪) সামনে পড়ে যায়। এ সময় পিকআপের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম হতাহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওয়ার্কশপ শ্রমিক সুজন মারা যায়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হাসান জানান, বালু নিয়ে পটিয়া সদরের দিকে আসার পথে দ্রুত গতির সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা পিকআপের সাথে ধাক্কা লাগে। ওই সময় সিএনজি চালকের পাসের আসনে বসা ধনা মাথায় গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, দুর্ঘটনার পর পরেই ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালান। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এরপর পিকআপ ও সিএনজি গাড়িটি উদ্ধার করা হয়।

(জেজে/এএস/জানুয়ারি ২২, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test