E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাগাজীতে জুয়েলের ঈদ উপহার বিতরণ

২০২২ এপ্রিল ১৬ ১৮:৩৪:০৩
সোনাগাজীতে জুয়েলের ঈদ উপহার বিতরণ

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুুর গ্রামের হাজী বেলায়েত হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল।

আজ শনিবার (১৬ এপ্রিল) সকালে ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি হাজী আব্দুস সালাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খাতিজা ইয়াসমিন বকুল, শাহাজাহান ফিরোজ, উপদেষ্টা শামীম মুক্তার, ১নম্বর ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি শাহ আলম মিয়াজী, আবুল কালাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন জুয়েল বলেন, আমার পিতা হাজী বেলায়েত হোসেনের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের প্রয়োজনে সবসময়ই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও আমরা এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছি।

উল্লেখ্য, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী বেলায়েত হোসেন সাবেক সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা, বর্তমানে তিনি আমেরিকায় অবস্থান করছেন।

(এনকে/এসপি/এপ্রিল ১৬, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test