E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে নানা আয়োজনে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

২০২৩ জানুয়ারি ১৯ ১৫:১৫:৪৬
রাজৈরে নানা আয়োজনে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলায় ১৮ জানুয়ারি বুধবার, সকাল ১১ টায় নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা অনুষ্ঠান, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানে এশিয়ান টিভির রাজৈর উপজেলা প্রতিনিধি, অনাদি কুমার মন্ডল এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ আনিসুজ্জামান, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, আনোয়ার সুপার অটো রাইস মিলের মালিক ও বিশিষ্ট শিল্পপতি, মোঃ আনোয়ার হোসেন মুফতী, মাদারীপুর জেলার সাবেক জেলা পরিষদের সদস্য, নুরজাহান পারুল।

অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন রাজৈর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মনীন্দ্রনাথ বাড়ৈ, রাজৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, নাজমুল কবির, রাজৈর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, ওয়াহিদুজ্জামান চাঁদ, সাপ্তাহিক সুবাত্রা এর প্রকাশক, মোস্তাফিজুর রহমান নাদির,

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি বিনয় জোয়ারদার, সাবেক ছাত্রনেতা, জাকির হোসেন বাবলু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা ভূমি কর্মকর্তা খাদিজা আক্তার, সরকারী রাজৈর কেজে এস উচ্চ বিদ্যালয় ও কলেজের, অধ্যক্ষ অলীক কুমার ধর, রাজৈরপাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, জাকির হোসেন মোল্লা,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, গৌরাঙ্গ বসু,রাজৈর নিউজ এর প্রকাশক, মোঃ ইমন হোসেন, বিএমএফ টেলিভিশন মাদারীপুর প্রতিনিধি বিপুল কুমার দাস, রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের, সভাপতি, মোঃ ফেরদৌস, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সাংবাদিক, টুটুল বিশ্বাস, দৈনিক মুক্তকন্ঠ পত্রিকার সাংবাদিক, মোঃ সনেট, সাংবাদিক, সোহেল, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও রাজৈর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনার শেষে, কেক কাটা ও অতিথিদের কেক খাওয়ানো। এরপর রাজৈর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীগন, গান, নৃত্য ও এশিয়ান টিভি ঘিরে জারী গান পরিবেশন করে।

এরপর অনুষ্ঠানে উপস্থিতিতে দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

(বিকেডি/এএস/জানুয়ারি ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test