E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘সন্ধ্যায় জমি দেখে যাই, সকালে এসে দেখি ওই জমি নাই’

২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১৬:৫৬:০৮
‘সন্ধ্যায় জমি দেখে যাই, সকালে এসে দেখি ওই জমি নাই’

আসাদ সবুজ, বরগুনা : সন্ধ্যায় জমি দেখে যাই, সকালে এসে দেখি ওই জমি নাই। অন্তত ৫০ একর জমি নদীতে ভেঙ্গে গেছে। পায়রা নদীর হাত থেকে বসত ঘর ও জমি রক্ষায় দ্রুত ব্লক নির্মাণের দাবী জানান চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের শানু তালুকদার।

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রাম একাধিক বার পায়রার ভাঙ্গনের কবলে পরে পরিবার পরিজন নিয়ে ঘর বাড়ি জমিজমা সবকিছু হাড়িয়ে নিঃস্ব হয়েছেন অন্তত হাজারো পরিবার। প্রতিনিয়তই এই চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা, বেতমোর গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে নিয়ে যায় আগ্রাসী পায়রা নদী। এই ভাঙনের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে পায়রার পাড়ের বসবাসরত এলাকাবাসী। বেড়িবাঁধ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদী ভাঙন কবলিত সাধারণ মানুষ।

চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের দুলাল মিয়া বলেন, প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি ও ঘর বাড়ী পায়রা নদীতে ভেঙ্গে বিলিন হয়ে গেছে। দ্রুত এ এলাকায় ব্লক নির্মাণ করে নদীর ভাঙ্গন রোধ করা না হলে এখানে বসবাসরত কয়েক শত পরিবার ভিটা মাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে।

চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। টেন্ডার প্রক্রিয়া যেহেতু সম্পূর্ণ কাজ অল্প কিছু দিনের মধ্যেই শুরু হবে বলে আশাবাদী আমরা।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল ইসলামের সাথে মুঠোফোনে ও তার কার্যালয় গিয়ে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন ভাবে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

(এএস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test