E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে শস্য বিন্যাসে তেল ফসলের অন্তভূক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা 

২০২৩ অক্টোবর ০৫ ১৭:৫৬:১২
ফরিদপুরে শস্য বিন্যাসে তেল ফসলের অন্তভূক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা 

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর ও যশোর অঞ্চলের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে ১১ টায় কৃষি সচিব জনাব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে ফরিদপুর ও যশোর অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারন এবং শস্যবিন্যাসে তেল ফসলের অন্তভূক্তকরন শীর্ষক এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রাজীব সিদ্দিকী, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কৃষি সংশ্লিষ্ট উপকরণের দাম হ্রাস পেয়েছে। অপরদিকে কৃষক তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম পাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য বিশ্ব পরিস্থিতির কারনে দ্রব্য মূল্যে কিছুটা বৃদ্ধি পেলেও দ্রুত সময়ের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে। বিএনপি-জামায়াত গোষ্ঠী আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঁধাগ্রস্থ করার লক্ষ্যে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে। তারা কোটি কোটি টাকা খরচ করে বিদেশে লবিষ্ট নিয়োগ দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সরকারের উপর কোন চাপ নেই। বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ সহ্য করা হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য এসিড টেস্ট তাই এখন থেকেই সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

(ডিসি/এসপি/অক্টোবর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test