E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২১ বাড়িঘর ভাঙচুর, আহত ২ জনকে ঢাকায় প্রেরণ

২০২৪ মে ২৬ ১৬:৪৮:৩১
নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২১ বাড়িঘর ভাঙচুর, আহত ২ জনকে ঢাকায় প্রেরণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের ২১ টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু'পক্ষের দু'জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

শনিবার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লাহুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.সেলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- নবনির্বাচিত চেয়ারম্যান রোম গ্রুপের লাহুড়িয়ার তালুকপাড়ার গিয়াস উদ্দীন মোল্যা ও সাবেক চেয়ারম্যান রুনু গ্রুপের ডহপাড়ার তরিকুল মোল্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য শেষ হওয়া ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফয়জুল হক রোম আনারস প্রতীক নিয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হন। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম এ হান্নান (রুনু) হেলিকপ্টার প্রতীক নিয়ে পরাজিত হন।

নির্বাচনে ফলাফল ঘোষণার পর থেকে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার লাহুড়িয়া গ্রামে পরাজিত প্রার্থী এম এ হান্নান রুনু ও সদ্য নির্বাচিত রোম চেয়ারম্যান সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান মো. দাউদ হোসেন গ্রুপের মধ্যে বিরাজমান উত্তেজনা এবং বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। এর জেরে লাহুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বর্তমান চেয়ারম্যান সমর্থিত গিয়াস উদ্দীন মোল্যার ওপর হামলা চালায় সাবেক চেয়ারম্যান সমর্থিত লোকজন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে এবং পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

আরও জানা গেছে , পরে নব নির্বাচিত রোম চেয়ারম্যান সমর্থিত দাউদ গ্রুপের লোকজন সংঘবদ্ধ ভাবে রাত সাড়ে ১১ টার দিকে ডহরপাড়া এলাকায় সাবেক চেয়ারম্যান সমর্থীত লোকজনের অন্তত ২০ টি বাড়ি ঘর ভাঙচুর করে গবাদি পশু লুটপাট চালায়। হামলার সময় গুরুতর আহত তরিকুল মোল্যাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর আবার রুনু চেয়ারম্যান গ্রুপ একত্রিত হয়ে দাউদ গ্রুপের একটি বাড়িতে ভাঙচুর চালায়।

আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম উদ্দীন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের একাধিক টিমের সমন্বয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

(আরএম/এসপি/মে ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test