E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৫ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করে স্কুলে যোগ দিলেন প্রধান শিক্ষক

২০২৪ আগস্ট ১৯ ২৩:০৫:০৯
৫ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করে স্কুলে যোগ দিলেন প্রধান শিক্ষক

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কাছে পাঁচ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে স্কুলে যোগ দিলেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে জেলার রাজিবপুর উপজেলার রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ৯টি শর্তে বিদ্যালয়ে যোগ দেন।

রাজিবপুর উপজেলার সমন্বয়কারী সদস্য মাহমুদ আহামাদী নেজাত জানায়, সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে। তার দোসরদের পদত্যাগ করতে বলা হয়েছিল। কিন্তু আজিম উদ্দিন যেহেতু আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সেহেতু আমরা তাকে ৯ দফা দিয়ে একটি স্টাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষর নিয়েছি। সেখানে বলা আছে যদি তিনি এই ৯ দফার একটিও ভঙ্গ করেন তাহলে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আজিম উদ্দিন জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে আলোচনা করে দফাগুলো পরে আমি স্বেচ্ছায় স্বাক্ষর করেছি। আমি তাদের সহযোগিতা চেয়েছি শিক্ষা প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য।

জানা যায়, রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। তিনি এর আগে বিদ্যালয় চলাকালীন সময়ে দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। ফলে নিয়মিত বিদ্যালয়ে সময় দিতেন না। এরফলে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা তার উপর অসন্তষ্ট ছিলেন। এসব কারণে গত রবিবার ১৮ আগস্ট বেলা ১২টার দিকে প্রধান শিক্ষকের সাথে সমন্বয়করা আলোচনা করে তার অফিস কক্ষে এ অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন ওই প্রধান শিক্ষক। এসময় উপস্থিত ছিলেন, রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

অঙ্গীকারনামায় ৯টি দফার মধ্যে রয়েছে, তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত বা রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। সময়মত শিক্ষকদের ক্লাসে উপস্থিত নিশ্চিত করতে হবে। সরকারি বিধি মোতাবেক প্রতিষ্ঠান পরিচালনাসহ শিক্ষার্থীদের ৭৫ শতাংশ উপস্থিতি, ড্রেসকোড এবং আইডি কার্ড বাধ্যতামূলক করতে হবে। সরকারি নির্দেশনা ছাড়া ভর্তি ফি, মাসিক ফি, পরীক্ষা ফি, রেজিষ্ট্রেশন ফি, সার্টিফিকেট নিতে টাকা এবং অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। এমন আরও বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সকল শর্ত মেনে নিয়ে পাঁচ টাকার স্টাম্পে যুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন প্রধান শিক্ষক আজিম উদ্দিন।

(পিএস/এসপি/আগস্ট ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test