E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুদের টাকার জন্য স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর

২০২৫ জানুয়ারি ১২ ১৯:০১:১৯
সুদের টাকার জন্য স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : সুদের টাকা দিতে না পারায় স্বামীকে না পেয়ে তার স্ত্রীকে মারধরসহ শারিরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। মারধরে আহত গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের।

আজ রবিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামের আবুল কালামের স্ত্রী রোজিনা বেগম অভিযোগ করে বলেন, ২০২০ সালে আমার স্বামী আবুল কালাম পার্শ্ববর্তী বাড়ির নজরুল মোল্লার কাছ থেকে এক লাখ টাকা সুদে আনেন। এ যাবত নজরুল মোল্লাকে দুই লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। তারপরেও নজরুল মোল্লা এক লাখ টাকা দাবি করে আসছিলো।

রোজিনা বেগম আরও বলেন, প্রায় দুই মাসপূর্বে নজরুল মোল্লা মৃত্যুবরণ করেন। এরপর সুদের ওই টাকার জন্য মৃত নজরুলের স্ত্রী বিলকিস ও তার ছেলে মুন্না মোল্লা চাঁপ প্রয়োগ করে আসছিলেন। সুদের টাকার জন্য তারা বাড়িতে এসে স্বামী আবুল কালামকে না পেয়ে সুদের টাকার জন্য মুন্না ও তার মা আমাকে ব্যাপক মারধর করে শারিরিকভাবে লাঞ্ছিত করেন। স্থানীয় আহত অবস্থায় আমাকে (রোজিনা) উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মুন্না মোল্লার ব্যবহৃত (০১৮৫১-৬০৮০৮৫) মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও নাম্বারটি বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে হামলার ঘটনায় থানায় দায়ের করা অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এএসআই মো. রফিক জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test