E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বাসচাপায় নারী নিহত

২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৫:০১:৪৭
গোপালগঞ্জে বাসচাপায় নারী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাস চাপায় মাবিয়া বেগম(৫৫)নামের এক বৃদ্ধ নারী নিহতের জেরে ২ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

এরপর স্থানীয়রা সড়কে অবরোধ কর্মসূচী শুরু করে। সড়কের দু’ পাশে শতশত যানবাহন আটকা পড়ে। সাড়ে ১১ টার দিকে প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেয়। তারপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। নিহত ওই নারী সোনাশুর গ্রামের মোস্তফা গাজীর স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি ইট-পাটকেল মেরে ভাঙচুর করে। পরে মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাস ভাংচুর ও মহাসড়কটি অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।ফলে সড়কের দুই পাশে কয়েকশ” যানবাহন আটকা পড়ে। রাত সাড়ে ১১টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test