E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিনামূল্যে ৪০৬ চক্ষু রোগীকে চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশন

২০২৫ এপ্রিল ২৩ ১৯:৪৮:৪১
বিনামূল্যে ৪০৬ চক্ষু রোগীকে চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশন

আল-আমিন মিয়া, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গলে বিনা মূল্যে চক্ষু শিবিরে রোগ নির্ণয়, ছানি অপারেশন ও চশমা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও ইস্পাহানী চক্ষু হাসপাতালের সহযোগিতায় মোট ৪০৬ জন রোগীর মধ্যে ফ্রী চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৫৯ জন রোগীকে ফ্রী চশমা প্রদান ও ৩৫ জনকে ফ্রী ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়।

ইস্পাহানী ইসলামীয়া চুক্ষ হাসপাতালের অরগানাইজার আশিক সরকারের তত্ত্বাবধানে ও ইস্পাহানী চক্ষু হাসপাতালে অভিজ্ঞ চক্ষু সার্জন দ্বারা রোগীদের চিকিৎসা প্রদান করেন।

এতে উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি, আজহারুল ইসলাম অনিক, সহ-সভাপতি শেখ রিপন আলী ওয়ারিস, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, প্রচার সম্পাদক মোঃ ছায়েদ আলী, সহ প্রচার সম্পাদক শাওন দোষাদ, ক্যাম্প-বিষয়ক সম্পাদক রমজান আলী, কার্যকরী সদস্য মনি আক্তার মাহি, মো: নাঈম আহমেদ শেখ ইমন প্রমুখ।

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা'র সভাপতি আজহারুল ইসলাম অনিক বলেন, শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মোট ৩৮টি ফ্রি চক্ষু ক্যাম্পেইন করা হয়। উক্ত ক্যাম্পেইনে ৪৫০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়, তারমধ্যে প্রায় ৮৫০জনের অধিক রোগীকে ফ্রি ছানি অপারেশন এবং ১৮০০ জনের অধিক রোগীকে ফ্রি চশমা দেওয়া হয়।

(এএ/এসপি/এপ্রিল ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test