E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, থানায় মামলা

২০২৫ এপ্রিল ২৫ ১৩:২২:৩৬
ভাঙ্গায় দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, থানায় মামলা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সাইম শেখ (১৮) ও আশিক মাতুব্বর (১৭) নামে দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে ভাঙ্গা বাজার কালীবাড়ি সংলগ্ন সড়কে চাইনিজ কুড়াল দিয়ে হামলা তাদের ওপর এই হামলা চালানো হয়।

ওই হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। আসামিকে ধরতে কাজ করছে পুলিশ।'

দুই শিক্ষার্থীর বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে বলে জানা গেছে।

আহত সাইম শেখ (১৮) ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও আহত আশিক মাতুব্বর (১৭) ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

ওই সন্ত্রাসী হামলায় আহত শিক্ষার্থী আশিক মাতুব্বর ও ভাঙ্গা বাজারের ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, সকালে ব্যাটারি চালিত ভ্যানে চড়ে নিজ গ্রাম মাজারদিয়া থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে তাদের বহনকারী ভ্যানটি ভাঙ্গা বাজার সংলগ্ন থানা রোড়ে কালীবাড়ির সামনে থেকে হামলার শিকার হয়। থানার কাছাকাছি এলাকায় কোনো কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ওই হামলা চানান তাদেরই প্রতিবেশী ফাহিম মাতুব্বর।

হামলাকারী ফাহিম চাইনিজ কুড়াল দিয়ে শিক্ষার্থী আশিক ও সাইমকে এলোপাতাড়ি কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়।

আহত দুই শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা দিয়ে সরকারি অ্যাম্বুলেন্সে তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসেন। হামলার শিকার শিক্ষার্থীরা পেটে, হাতে সেলাই নিয়েই পরীক্ষায় অংশগ্ৰহণ করেন। ভাঙ্গা উপজেলা প্রশাসন ও চিকিৎসক পরীক্ষা শেষে পুনরায় তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ফাহিম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। ৮-৯ মাস আগে ওর সাথে আমার তর্ক-বিতর্ক হয়েছিল। এছাড়া কোনো রকম তার সাথে ওই শিক্ষার্থীদের বিরোধ নেই বলে জানান তারা।

(আরআর/এএস/এপ্রিল ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test