E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০২৫ এপ্রিল ৩০ ১৯:১৯:৫০
শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আমিন মিয়া, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে নিয়োজিত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণে অভ্যন্তরীণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে ও অফিস চত্বরে অনুষ্ঠিত হয় কর্মশালা।

এতে প্রশিক্ষক হিসেবে দলিল রেজিস্ট্রি বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন, শ্রীমঙ্গল উপজেলার সাব রেজিস্ট্রার শংকর কুমার ধর, মৌলভীবাজার জেলা সাব-রেজিস্ট্রার মফিজুল ইসলাম, মৌলভীবাজার জেলা সদর সাব-রেজিস্টার ইয়াসমিন শিকদার ও কমলগঞ্জ সাব-রেজিস্টার মো: ফয়সল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল, দলিল লেখক সমিতির সভাপতি হাজী মো: ছায়েদ আলী, সাধারণ সম্পাদক মো: ফজলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলার সকল সনদপত্র দলিল লেখকবৃন্দ।

কর্মশালায় প্রশিক্ষকরা বলেন, জনগণের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করতে হবে। একজন মানুষ অনেক ক্ষেত্রে তার শেষ সম্বল দিয়ে জমি ক্রয় করে থাকেন, আর তার দলিল সম্পাদনে কাজ করেন আপনারা দলিল লেখকগণ, ভুলভ্রান্তির উর্ধ্বে থেকে সঠিক এবং নির্ভুল দলিল লেখনের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। একটা ভুল দলিল সম্পাদন এবং রেজিস্ট্রির মাধ্যমে একজন ব্যক্তির যেন হয়রানির শিকার হতে না হয় এজন্য আপনাদের দলিল লেখকগণের সতর্ক থাকতে হবে। উক্ত কর্মশালায় দলিল লেখকদের হাতে কলমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয় এবং দলিল লেখকদের বিভিন্ন প্রশ্নেরও সমাধান দেওয়া হয়।

(এএ/এসপি/এপ্রিল ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test