E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে আউড়িয়া ও মুলিয়া ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪, জেলহাজতে প্রেরণ 

২০২৫ মে ০৯ ১৮:১০:৫৬
নড়াইলে আউড়িয়া ও মুলিয়া ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪, জেলহাজতে প্রেরণ 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার নেতৃত্ব দেওয়া মামলায় দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৮ মে) রাতে তাদের সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী রবিন, আউড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা ও শেখহাটির রুহুল।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র- জনতার ওপর হামলা, মামলায় এজাহার নামীয় ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের আগস্টের ৪ তারিখ নড়াইলে সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে করেন। মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে গত বছরের ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে অভিযুক্ত করা হয় মামলায়। ওই মামলায় এজাহার নামীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

(আরএম/এসপি/মে ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test