E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

২০২৫ জুন ০৪ ১৮:২৯:৩৯
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলায় ভুট্টার ক্ষেতে ভুট্টা ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট বেংহাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এলাকার সফিজুল ইসলামের ছেলে জামিদুল ইসলাম (২৩), শফিউল ইসলামের ছেলে রব্বানি (৩২), লিয়াকত আলীর ছেলে শাহিন আলম (৩৫)। এসময় আহত হয়েছেন সফিজুল ইসলামের ছেলে জয় ইসলাম (৩০) নামে এক শ্রমিক।

স্থানীয়রা জানান, ভুট্টাক্ষেতের উপর দিয়ে সরবরাহকৃত বিদ্যুতের তার ছিড়ে মাটিতে পড়ে ছিলো। ওই জমিতে ১৪ জনের একটি শ্রমিকদল ভুট্টা ভাঙার কাজ করছিল। কিন্তু হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ সঞ্চালন হলে তারের কাছাকাছি থাকা শ্রমিকরা বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান ওই এলাকার শ্রমিক জামিদুল ইসলাম। এসময় আহত অবস্থায় শ্রমিক রব্বানি, শাহিন আলম ও জয় ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রব্বানী ও শাহিনকে মৃত ঘোষণা করেন। আহত জয়কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম বলেন, সকাল দশটায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া তিনজনকে নিয়ে আসে। এর মধ্যে রব্বানী ও শাহিন আলমকে মৃত আনা হয়েছিল। আহত জয় ইসলামকে আমরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, আজকে সকালে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর ঘটনাটি সত্য, এ বিষয়ে থানায় অপমৃত্যু রেকর্ড করা হয়েছ।

(আরএআর/এসপি/জুন ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test