E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে নদী ভাঙন রোধ ও টেকসই বেড়ি বাঁধের দাবিতে মানববন্ধন

২০২৫ জুন ০৪ ১৯:৪১:২২
বাগেরহাটে নদী ভাঙন রোধ ও টেকসই বেড়ি বাঁধের দাবিতে মানববন্ধন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রোমজাইপুর-উড়াবুনিয়ার এলাকার নদী ভাঙন রোধ ও টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। 

আজ বুধবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার রোমজাইপুর এলাকার ভাঙ্গনকবলিত এলাকায় এ মানববন্ধন বক্তারা বলেন, আন্তর্জাতিক এই নৌ চ্যানেল দিয়ে প্রতিদিন অসংখ্য পণ্যবাহী কার্গো-কোস্টার চলাচল করে। এ দিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। এতিমধৌ এই চ্যানেলের রোমজাইপুর থেকে উড়াবুনিয়া পর্যন্ত ৪ কিলোমিটার এলাকার নদী ভাঙ্গনে ইতিমধ্যে অর্ধশতাধিক ঘরবাড়ী ও রাস্তাঘাট নদীতে বিলীন হয়ে গেছে। এখন ভাঙ্গনের মুখে রয়েছে আরো শতাধিক ঘরবাড়ী। ভাঙন রোধ ও টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবীতে আমরা এলাকাবাসী রামপাল উপজেলা প্রশাসন ও বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে একাধিক বার আবেদন এবং স্মারকলিপি দিয়েছি। কিন্তু তার কোন পদক্ষেপ আমরা আজও দেখতে পায়নি। কিন্তু ভাঙ্গন সরকারের কোন উদ্যোগ নেই। ভাঙ্গন রোধে ও টেকসই বেড়ি বাঁধের দাবীতে এলাকার শতশত ক্ষতিগ্রস্থ মানুষ নিরুপায় হয়ে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ফাত্তাইন নাঈম, মো. মাহফুজ, আব্দুল্লাহ শেখ, ফিরোজ মাঝি, রিনা বেগম, সন্ধ্যা রানী, তুৃহিন মোল্লা, শামীম খান, গিয়াস মোল্লা।

(এস/এসপি/জুন ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test