E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু

২০২৫ জুলাই ২২ ১৪:২৯:২১
বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদীর পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে পিন্টু শোক প্রকাশ করেন।

জাকারিয়া পিন্টু এক শোক বার্তায় বলেন, উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ধরনের হৃদয়বিদারক ঘটনা যাতে আর কারো জীবনে না আসে, সে জন্য আমরা সৃষ্টিকর্তার নিকট দোয়া চাই।

পিন্টু বলেন ‘আল্লাহ আপনি সহায় হোন, আহত এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রা করুন, সকল মা বাবাকে ধৈর্য দান করুন।’

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমান সেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।

প্রসংগত, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসাধীন রয়েছে ১৭১ জন।
(এসকেকে/এএস/জুলাই ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test